PM Modi ELI Scheme 2025: এবার কেন্দ্রের নতুন বেকার ভাতা চালু! ১৫,০০০ টাকা দেবে, আবেদন প্রক্রিয়া দেখো।
স্বপ্ন পূরণের নতুন আশা! এখন দেশের লক্ষ যুবকের হাতে দেবে প্রথম চাকরির সাথেই ১৫,০০০ টাকার আর্থিক ভরসা। আপনিও যদি নতুন চাকরি পান, কীভাবে পাবেন এই টাকা, এখনই জেনে নিন!

PM Modi ELI Scheme 2025 – দেশের বেকারত্বের হার কমানোর জন্য নয়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের! এবার প্রথমবারের জন্য চাকরিতে নিযুক্ত হলেই সরকারি প্রকল্প থেকে আর্থিক সহায়তা পাবেন কর্মীরা। এর পাশাপাশি নিয়োগকারী সংস্থার কাছেও মিলবে একাধিক সুযোগ সুবিধা।
বর্তমানে দেশ জুড়ে বেকারত্বের হার ক্রমাগত বেড়েই চলেছে। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হল। সম্প্রতি যুবক যুবতীদের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম (Employment-Linked Incentives Scheme) অনুমোদন দিয়েছে।
যেখানে দেশের ১.৯২ কোটি যুবক-যুবতী চাকরি ক্ষেত্রে নিযুক্ত হলেই, বেতনের পাশাপাশি অতিরিক্ত ১৫,০০০ টাকা পাবে। তবে এই প্রকল্পের নাম নথিভূক্ত করার জন্য মানতে হবে বেশ কয়েকটি শর্ত। কী কী শর্ত? চলুন জেনে নেওয়া যাক।
স্কীমের নাম | এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম |
উদ্দেশ্য | বেকার যুবকদের আর্থিক সহায়তা |
পরিমাণ | প্রথম চাকরিতে ১৫,০০০ টাকা |
যোগ্যতা | EPFO রেজিস্টার্ড কোম্পানিতে প্রথমবার নিযুক্ত |
আবেদন | চাকরি পাবার পর অনলাইনে আবেদন |
PM Modi ELI Scheme 2025
গোটা ভারতবর্ষের বিপুল পরিমাণ যুবক যুবতী যাতে চাকরির উপর থেকে আস্থা না হারান, এবং সরকারি কিংবা বেসরকারি সংস্থায় প্রথমবারের মতো কর্মী হিসেবে নিযুক্ত হতে পারেন। তার উদ্দেশ্যেই এই প্রকল্প শুরু করা হয়েছে।
এর আওতায় দেশের মধ্যে থাকা কোটি কোটি যুবক যুবতীদের চাকরির প্রেরণা এবং উৎসাহ দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বেকারত্বের হার কমানোর একাধিক প্রকল্পের মধ্যে এই প্রকল্প অন্যতম। যেখানে চাকরিপ্রার্থীদের কাজ, স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদির মত একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে।
কীভাবে টাকা দেওয়া হবে?
কেন্দ্র সরকারের উৎসাহ ভাতা বা Employment-Linked Incentives Scheme-এ আবেদন জানাতে পারবেন প্রথমবারের মতো চাকরিতে নিযুক্ত কর্মীরা। এই স্কিমের আওতায় মোট ১৫,০০০ টাকা পাবেন নিযুক্ত কর্মী। তবে এই পুরো টাকাটা মোট দুটি ধাপে কর্মীদের কাছে পাঠানো হবে।
প্রথম ধাপে, চাকরি শুরুর ০৬ মাস পর প্রথম কিস্তি পাবেন। দ্বিতীয় কিস্তি কর্মীর নিযুক্ত হওয়ার ১২ মাস শেষ হলে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম (Financial Literacy Program) এর পর বাকি টাকা সরাসরি ওই কর্মীর প্রফিডেন্ট ফান্ড (Provident Fund) একাউন্টে পাঠানো হবে। স্বাভাবিকভাবেই এই প্রকল্প কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষার কাজও করবে।
আবেদনের যোগ্যতা ও শর্ত
চাকরি প্রার্থীদের এই প্রকল্পে আবেদনের জন্য বিভিন্ন শর্ত মানতে হবে-
১) আবেদনকারীকে প্রথমবারের জন্য কর্মী হিসেবে কোন সংস্থায় নিযুক্ত হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন জানাতে পারবেন।
২) নিয়োগ কারী কোম্পানিকে EPFO এর অন্তর্ভুক্ত থাকতে হবে।
৩) কর্মীকে অন্ততপক্ষে ছয় মাস কাজ করতে হবে ওই সংস্থায়।
৪) আবেদনকারীর মাসিক বেতন ১ লক্ষ টাকার কম হতে হবে।
এই প্রকল্পের মাধ্যমে কর্মীর পাশাপাশি নিয়োগকারী সংস্থা একাধিক সুযোগ-সুবিধা লাভ করবে। এক্ষেত্রে, প্রত্যেকটি কর্মীর জন্য কোম্পানিগুলিকে সরকারের তরফে ৩০০০ টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। যদিও এর জন্য কোম্পানি গুলিকে ইপিএফও (EPFO-Employees’ Provident Fund Organisation) রেজিস্টার্ড হতে হবে এবং প্রতিবছর নির্দিষ্ট পরিমাণে কর্মী নিয়োগ করতে হবে।