পোল্ট্রি ফার্ম ব্যবসা শুরু করো! সরকার দিচ্ছে ৫ লক্ষ টাকা। – Poultry Farm Business 2025

Poultry Farm Business 2025: পশ্চিমবঙ্গে গ্রামের অর্থনীতি (West Bengal Rural economic development) বিশেষত চাষবাসের ওপর নির্ভরশীল। বর্তমানে অনেক মানুষ চাকরি সঙ্গে যুক্ত হলেও প্রত্যন্ত গ্রামের দিকে এখনো পর্যন্ত মানুষ চাষবাস করে থাকে। এর পাশাপাশি বেশ কিছু মানুষ পশুপালন (animal husbandry) করেও তাদের জীবিকা নির্বাহ করে।

পশু পালনের ক্ষেত্রে প্রধান হল মুরগি চাষ বা পোল্ট্রি ফার্ম (poultry farm)। এটি এখন ধীরে ধীরে অনেক মানুষের প্রধান জীবিকার পরিণত হয়েছে। অনেক মানুষ এটিকে ব্যবসা হিসাবে গ্রহণ করে ধীরে ধীরে তার প্রসার আরো বাড়াচ্ছে এবং তাদের কাছে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। যে ব্যবসা করছে তার সঙ্গে পোল্ট্রি ফার্মের সঙ্গে আরো অনেক মানুষ নিযুক্ত তাদের আয়ের পথও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে চেনের মতো।

Poultry Farm Business 2025
Poultry Farm Business 2025

পোল্ট্রি ফার্ম যে কেবলমাত্র মুরগির মাংস পাওয়া যায় তা নয়, এই ফর্ম থেকে ডিমও পাওয়া যায়। যেটিও বর্তমানে খুবই লাভজনক একটি পুঁজি তৈরি করতে মানুষকে সাহায্য করে। এটি বেশ ভালো একটি জীবিকা তাই সরকারি তরফ থেকেও কিন্তু মানুষকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ঋণের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে অন্যতম হলো ভারত সরকারের পোল্ট্রি ফার্ম লোন স্কিম 2025। এতে সহজ কিস্তিতে পোল্ট্রি ফর্মাররা ৫০০০০ টাকা থেকে ৯ লাখ টাকা পর্যন্ত লোন সহজেই নিয়ে তাদের ব্যবসাটি বাড়াতে পারেন।

পোল্ট্রি ফার্ম কেন এত দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে?

ভারতে বর্তমানে ১৪০ কোটিরও বেশি মানুষ বসবাস করে। এত বিপুল সংখ্যক মানুষের মধ্যে সবাই মাছ মাংস না খেলেও অনেক মানুষেরই খাদ্য তালিকার প্রধান জায়গায় আছে ডিম এবং মুরগির মাংস।

কারণ এটি অন্যান্য আমিষ জাতীয় খাবারের থেকে দাম তুলনামূলক সহজ এবং মুখরোচক এর পাশাপাশি পুষ্টি প্রদান করার ক্ষেত্রে খুবই অগ্রগণ্য। এত বড় সংখ্যক মানুষের দৈনিক চাহিদা পূরণের জন্য সরবরাহ যথেষ্ট পরিমাণে দরকার, তার ওপর এই ব্যবসা থেকে যথেষ্ট মুনাফাও পাওয়া যায়।

বর্তমানে এত বিপুলসংখ্যক মানুষ জীবিকা নির্বাহের বিভিন্ন পথ বেছে নিচ্ছে তার মধ্যে এই ব্যবসাটি ও যথেষ্ট লাভজনক একটি ব্যবসায়ী পরিণত হয়েছে। এতে পুঁজির পরিমাণ কম লাগে, পরিশ্রমও কম করতে হয় কিন্তু মুনাফা বেশ ভালো রকম হয়ে থাকে।

— সবচেয়ে বড় কথা হলো বাজারে ক্রমবর্ধমান চাহিদা এই ব্যবসার জনপ্রিয়তা দিনে দিনে আরও বাড়িয়ে চলেছে।

শুধু যে সাধারণ মানুষের বাড়িতে এই দ্রব্য গুলির চাহিদা থাকে তা নয় বর্তমানে হোটেল রেস্তোরাঁর সংখ্যাও দিনে দিনে বাড়ছে সেখানেও চাহিদা যথেষ্ট পরিমাণে আছে তার যোগান যাতে সম্পূর্ণভাবে থাকে সেই বিষয়টিকে মাথায় রেখে তার সঙ্গে জীবিকা নির্বাহের ক্ষেত্রে সহজ পথ হিসেবে অনেকে এই ব্যবসাটিকে বেছে নিচ্ছেন।

Poultry Farm Business 2025
Poultry Farm Business 2025

অন্যান্য ব্যবসার তুলনায় এই ব্যবসায় খুব কম সময়ের মধ্যে দাঁড় করিয়ে ফেলা সম্ভব এবং এখান থেকে খুব তাড়াতাড়ি রিটার্নও পাওয়া যায়।

স্কিমের প্রধান উদ্দেশ্য কি?

সরকার পোল্ট্রি ফার্ম লোন স্কিমের (Govt poultry loan scheme 2025) প্রধান উদ্দেশ্য হিসাবে জানিয়েছেন যে ভারতের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে অন্যান্য ব্যবসা বাণিজ্যের মধ্যে পোল্ট্রি ফার্ম অন্তর্ভুক্ত এই দিক থেকেও যাতে অর্থনৈতিক উন্নতি ঘটে সেই দিকেও নজর রেখে ব্যবসায়ীদের সহায়তা প্রদান করা এই ক্রিমের প্রধান উদ্দেশ্য।

তাছাড়াও গ্রামের বেকার মানুষদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করাও এর উদ্দেশ্য। পানীয় বাজারে ডিম এবং মানুষের চাহিদা যাতে পূরণ করা যায় এবং এর মধ্য দিয়ে যাতে শহরের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরো শক্ত করা যায় সেদিকেও খেয়াল রাখা হয়েছে এই স্কিমের মধ্যে।

লোনে এককালীন কত টাকা পাওয়া যাবে?

  • ব্যবসায়ীর ব্যবসার প্রসার অনুযায়ী সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৯ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়ার সুযোগ আছে। তবে তা নির্ভর করছে ব্যবসায়ীর ব্যবসার পরিকল্পনা, প্রজেক্ট রিপোর্ট (project report) এবং ক্রেডিট স্কোরের (credit score) মানের ওপর।
  • ক্রেডিট স্কোর যদি ভালো থাকে তাহলে ব্যবসায়ীরা অতিক কম সময়ের মধ্যে বড় অংকের লোন পেতে পারবেন।

দেখে নিন এই লোনের ক্ষেত্রে সুদের হার এবং পরিশোধ করার কি নিয়ম ধার্য করা হয়েছে

  • পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে লোন নিলে বছরে ৭.৫% হারে গ্রাহককে সুদ দিতে হবে যা বাজারের অন্যান্য ক্ষেত্রে সুদের তুলনায় অনেক কম।
  • কিস্তির পরিমাণ দু’রকম আছে প্রত্যেক মাসেও শোধ করতে পারেন বা প্রতি তিন মাসে একবার। যেটি গ্রাহকের জন্য সুবিধা তিনি সেটি গ্রহণ করতে পারেন।
  • যদি গ্রাহক সময় মত বা তার আগে লোন পরিশোধ করতে পারেন তাহলে ভবিষ্যতে আবারো লোন পাওয়ার সুযোগ তার জন্য অপেক্ষা করবে।

ব্যবসায়ীরা কোন শর্তে লোন পেতে পারেন?

— এই স্কিমে লোন পেতে গেলে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।

— তার মধ্যে তিনি যদি গ্রামীণ এলাকায় বসবাস করেন তাহলে বাড়তি কিছু সুযোগ তিনি পেতে চলেছেন। মুরগি প্রতিপালনে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আরো ভালো হয়।

Poultry Farm Business 2025
Poultry Farm Business 2025

— আবেদনকারী কে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা বা মধ্যবিত্ত পরিবার থেকে আসছেন দেখাতে হবে। পোল্ট্রি ফার্মের জন্য পরিমাণ মতো জমি থাকতে হবে।

— এই স্কিমে আবেদনের ক্ষেত্রে একটি সম্পূর্ণ প্রজেক্ট প্ল্যান আবেদনকারীকে জমা দিতে হবে।

স্কিমে কি কি সুবিধা আছে?

  • এই স্কিমে লোন নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বাড়তি সুবিধা পেতে চলেছেন ব্যবসায়ীরা।
  • এই স্কিমের ক্ষেত্রে সুদের হার ব্যাংকের সাধারণ সুদের হারের থেকে অনেকটা কম। খুব সামান্য কাগজপত্র দেখিয়ে এই লোনের জন্য আবেদন করতে হবে।
  • যেহেতু এটি একটি সরকার অনুমোদিত স্কিম তাই বিনিয়োগের ঝুঁকিও কম। যারা ইতিমধ্যে পোল্ট্রি ফার্ম নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে যারা নতুন এই পথে আসতে চলেছেন উভয় ব্যক্তিরাই এই সুযোগ পেতে পারেন।
  • আর্থিক উন্নতিতে এইসক্রিমের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ বিশেষ করে গ্রামীন উন্নয়নের ক্ষেত্রে।

পোল্ট্রি ফার্ম লোনে আবেদনের প্রক্রিয়া

— প্রথমে আবেদনকারী কে অনলাইনে আবেদনটি করতে হবে, তার জন্য নিকটস্থ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট (Visit official website of the local bank) হবে।

— ওয়েবসাইট পোর্টালে (Official portal) প্রবেশ করে পোল্ট্রি ফার্ম লোন স্কিম (Poultry farm loan scheme) বা এগ্রি বিজনেস লোন স্কিম (Agri business loan scheme) অপশন এ ক্লিক করতে হবে।

— আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি যথোপযুক্ত মাপজোকসহ আপলোড করে সাবমিট করার পর যদি কোন নম্বর তৈরি হয়ে থাকে তাহলে সেটি নিজের কাছে সংরক্ষণ রাখতে হবে।

— এরপর লোন এপ্রুভ (Approve) হয়েছে কিনা সেটি লক্ষ্য রেখে ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কাজ করলেই লোনটি আবেদনকারীর একাউন্টে চলে আসবে।

সর্বোপরি বলা যায়—  সরকারের এই অভিনব উদ্যোগ ছোট ব্যবসায়ীদের সামনে এগোনোর পথকে যথেষ্ট মসৃণ করবে বলে মনে করা হচ্ছে। পোল্ট্রি ফার্মের উদ্যোক্তারা যেমন এখন এই লোনের মাধ্যমে উপকৃত হতে চলেছেন সেরকম আশা করা যায় যে— 

ভবিষ্যতে আরো এরকম ছোট ছোট স্কিমের মাধ্যমে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের উৎসাহিত করতে চলেছেন সরকার। এতে যে কেবল ব্যবসায়ীদের উন্নতি হবে তা নয় ভারতের অর্থনীতিও ক্ষুদ্র ক্ষেত্র থেকে বৃহৎ ক্ষেত্র পর্যন্ত মজবুত হতে চলেছে।

Also Read— 

Bengal Hood

Bengal Hood হলো একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম! যেখানে আমরা বিনামূল্যে চাকরির আপডেট, অনলাইন আয়ের উপায় ও স্কিল টিপস শেয়ার করি। ৬ বছরের অভিজ্ঞতায় আমরা আপনাকে দিই সঠিক সুযোগ ও নির্ভরযোগ্য তথ্য।

Leave a Comment