Trending News

প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা! কোন গোপন রোগের চিকিৎসা চলছিল তার? জানুন বিস্তারিত

প্রয়াত ৯০ দশকে টিন-টোয়েন্টির বুকে ঝড় তোলা বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। কী হয়েছিল? কোথায়, কীভাবে দেহত্যাগ করলেন অভিনেত্রী? কোন গোপন চিকিৎসায় এত বছর ধরে ছিলেন তিনি? বিস্তারিত জানুন...

প্রয়াত ৯০ দশকে টিন-টোয়েন্টির বুকে ঝড় তোলা বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ৯০ এর দশকে তার ‘কাঁটা-লাগা’ তে ঘায়েল হয়েছিলেন সমগ্র ভারতের যুব সম্প্রদায়। শুক্রবার রাতে ইহ জীবনের মায়া ত্যাগ করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেত্রী। ঐদিন হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করায় সত্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করা হয়। কী হয়েছিল? কোথায়, কীভাবে দেহত্যাগ করলেন অভিনেত্রী? কোন গোপন চিকিৎসায় এত বছর ধরে ছিলেন তিনি? বিস্তারিত জানুন আজকের প্রতিবেদন থেকে।

মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। চিকিৎসকরা জানান, অভিনেত্রীর বুকে ব্যথা শুরু হওয়ার পরেই তার স্বামী পরাগ এবং আরও তিনজন শেফালিকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সবই শেষ। ঐদিন রাত একটা নাগাদ পুলিশের কাছে খবর পৌঁছয়। মাত্র ৪২ বছর বয়সে ঠিক কোন কারণে মৃত্যু হল অভিনেত্রীর? তা স্পর্শ করার জন্যই মুম্বইয়ের কুপার হাসপাতালে অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, অভিনেত্রী শেফালী জারিওয়ালা আদতেই প্রচন্ড ফিটনেস ফ্রিক ছিলেন। নিজের শরীর চর্চা থেকে শুরু করে নিজেকে ফিট ও সুস্থ রাখার জন্য সবসময়ই চেষ্টা চালাতেন অভিনেত্রী। যদিও সম্প্রতি এক সংবাদ মাধ্যমের তথ্য থেকে জানা যাচ্ছে, অভিনেত্রী বেশ কয়েক বছর ধরে মৃগীরোগের সাথে গোপনেই লড়াই করছিলেন। তার যে এই সমস্যা রয়েছে, একথা তার ক্যারিয়ারের শুরুর দিকে কাউকেই জানতে দেওয়া হয়নি। কোনোভাবেই তার কাজের উপর প্রভাব পড়তে দেয়নি তার এই শারীরিক সমস্যার।

মাত্র ১৫ বছর বয়সে প্রথমবারের জন্য মৃগীরোগের সামনা করতে হয় অভিনেত্রীকে। কিন্তু তারপর থেকে দীর্ঘকালীন সময়ে মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে দিয়ে জীবন যাপন করলেও, নিজের ক্যারিয়ারের সেই ছাপ কখনোই পরতে দেননি তিনি। এমনকি নিজেকে সুস্থ রাখার জন্য নিয়মিত শরীরচর্চা থেকে শুরু করে যোগব্যায়াম এর মাধ্যমে সর্বদাই লড়াই করে গিয়েছেন। তার অদম্য মানসিক জোড় তার জীবনে যথেষ্ট পরিমাণে সফলতা আনতে সাহায্য করেছে।

অভিনেত্রীর মাত্র ২০ বছর বয়সে “কাঁটা লাগা” গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে জনপ্রিয় হয়ে যান। সেই সময়ের রীতিমতো ঝড় ওঠে ধর্মেন্দ্র এবং আশা পারেখের “সমাধি” ছবির এই গানের রিমিক্সটি নিয়ে।

এরপরে একাধিক মিউজিক অ্যালবামে কাজ করলেও শেফালির পরিচয় হয়ে যায় “কাঁটা লাগা” গার্ল হিসাবেই। স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে শেফালি “নাচ বালিয়ে ৫” এবং “নাচ বালিয়ে ৭” এর মতো ডান্স রিয়েলিটি শোতেও কাজ করেছেন অভিনেত্রী। এর পাশাপাশি বেশ কয়েকটি সিনেমাতে ও ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে।

Read More:

Miss Basu

সৃষ্টি বসু! WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button