Smart Income Tips from Google: আয় সবাই করতে চায়। সেটা অফিসে গিয়ে কোন চাকরি হোক বা ব্যবসায়ী হোক। আজকালকার দিনে সেটা খুবই দরকার। তবে এখন যে শুধুমাত্র অফিসে গিয়েই কাজ করতে হবে তা নয়, বাড়ি থেকেও (Work from Home) অফিসের কাজ করার ব্যবস্থা আছে শুধু তার জন্য ইন্টারনেট (Internet) থাকলেই চলবে। কিছু ক্ষেত্রে কম্পিউটার (Computer/Laptop) লাগিয়ে আবার কিছু ক্ষেত্রে স্মার্টফোন (Smart phone) দিয়েও কাজ করার সুযোগ আছে।
অফিসের এসব কাজ ছাড়াও হাতে স্মার্টফোন এবং ইন্টারনেট থাকলেও অনেক ধরনের কাজ বাড়ি থেকে করে বিপুল টাকা রোজগার করা যায়। Google এমন একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে মানুষ বিভিন্ন পদ্ধতিতে আয় করতে পারে।
এখানে কাজ করার জন্য শুধু যে বাড়িতে থাকা ব্যক্তিরাই সুযোগ পাবেন তা নয়, যে কেউ ইন্টারনেটে অনলাইনের (Online) মাধ্যমে আয় করতে পারবেন। সে আপনি হন গৃহবধূ বা কলেজ পড়ুয়া বা অবসরপ্রাপ্ত ব্যক্তি, এমনকি কোন ব্যক্তি চাকরির পাশাপাশিও এখান থেকে অনেক টাকা রোজগার করতে পারবেন।
৫,০০০ থেকে ৫০০০০ বা অনেকে আরও বেশি টাকা গুগলের বিভিন্ন কাজের মাধ্যমে আয় করে থাকেন।
বাড়িতে বসে কাজ করার চাহিদা কেন বাড়ছে?
কিছু বছর আগে লকডাউনের সময় থেকেই মানুষের মধ্যে এই পরিবর্তন এসেছে, তার আগে অনলাইন প্লাটফর্মের ব্যবহার থাকলেও সেখান থেকে আয় করার সুযোগ মানুষের কাছে থাকলেও বর্তমানের মত এতটা চাহিদা কিন্তু তখন ছিল না।
এই লকডাউনের (Lockdown) সময় মানুষ বাড়িতে থেকে অনলাইনে বিভিন্ন ধরনের কাজের দক্ষতা বাড়িয়েছে শিখেছে, এমন কি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারাও বাধ্য হয়েছেন বাড়িতে বসে, Google র মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে এবং তা শিখতে।
তারপর থেকেই অনলাইনে কাজের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে।
বাড়ি বসে কাজ করার সুবিধা?
এতে যেমন বাড়িতে থেকে নিজের সময়মতো দিনের যেকোনো সময়ের মধ্যে কাজটি তুলে ফেলা যায়।
তেমনি পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজের কাজটি সম্পন্ন করা যায়। বাইরে বেরোলে যাতায়াত খরচা সঙ্গে সময়ও বাঁচানো যায় তার সঙ্গে রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা থেকে নিজেকে সরিয়ে রাখা যায়।
এমনকি অফিস কাছারিতে বিভিন্ন লোকের সঙ্গে মুখোমুখি হলে সেখানেও বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা তৈরি হয় কিন্তু সেই সব ঝামেলা এখানে এড়ানো সম্ভব।
Read More:- বাড়িতে শুরু করতে পারবে এই ব্যবসা! প্রতিদিন ১৫০০ টাকা আয়।
প্রযুক্তির সহজলভ্যতার জন্য নিজের ডিভাইস কাজে লাগিয়ে অতিরিক্ত যে সময় বাঁচে সেখানে নতুন কিছু শেখার সুযোগ থাকে।
অফিসে কাজ করতে গেলে সেখানে কর্মীদের জন্য যে জায়গা দিতে হয় তার দরুন যে অতিরিক্ত অফিস খরচা সেটি বেঁচে যায়।
কোন প্রতিষ্ঠান ভাড়া বা লিজে নিতে গেলে বিনিয়োগের জন্য যে খরচ সেটি এখানে অতিরিক্ত ভাবে খরচ করতে হয় না ফলে সেই বাবদ যে পুঁজি সেটি ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করলে ব্যবসার আয়তন বাড়ে।
গুগলের মাধ্যমে বাড়ি বসে কাজ করার সুবিধা?
Google র মাধ্যমে কাজ করলে যে কোন জায়গা থেকে কাজ করার সুবিধা পাওয়া যায়, সঙ্গে শুধু ইন্টারনেট এবং মোবাইল বা কম্পিউটার থাকতে হবে।
একাধিক আয়ের উৎস থেকে আয় করা যায়, যেমন ফ্রিল্যান্সিং, সোশ্যাল মিডিয়া ইত্যাদি।যেকোনো সময় নিজের সুবিধামতো কাজ করে অতিরিক্ত আয় করা যায়।
Google এবং অনলাইনে আয়ের চারটি পদ্ধতি
Google এর মাধ্যমে ব্লগিং ওয়েবসাইট (Blogging), সেটি Free হতে পারে বা Paid হতে পারে, যদি আপনি খুলে নিতে পারেন, তাহলে আপনার যদি লেখার অভ্যেস থাকে তাহলে সেখান থেকেও কিন্তু আপনি প্রচুর আয় করতে পারবেন।
টাইপিং এবং ডেটা এন্ট্রির (Typing & Data entry) মাধ্যমে খুব সহজেই কোনো ডকুমেন্ট (Document) অর্ডার নিয়ে সম্পূর্ণ করলেও তার বিনিময়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।
ইউটিউব চ্যানেল (YouTube channel) বানিয়ে প্রতিদিন আপনার সৃজনশীলতা দেখিয়ে তার পরিবর্তে আপনি প্রচুর পরিমাণে আয় করতে পারবেন।
বর্তমানে মানুষের কোন কিছু নতুন শেখার দরকার হলেই আমরা ইউটিউবে সার্চ (YouTube Search) করি। যদি সমসাময়িক এবং উপযুক্ত কোন বিষয়ের ওপর আপনি ভিডিও বা রিলিকস (Video/ reels) তৈরি করে ইউটিউবে ছাড়েন তাহলে মানুষের চাহিদা মত তারা যখন সার্চ করবেন আপনার ভিডিও থেকে শিক্ষামূলক তথ্য সংগ্রহ করার ফলে বেশি করে আপনার চ্যানেল Visit করবে, ফলে আপনার চ্যানেলে ভিউয়ার্স (Viewers) বেড়ে গেলে সেখান থেকে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা থাকে।
Google Map এ লোকাল গাইড (Local Guide) হিসাবে বিভিন্ন জায়গার তথ্য সরবরাহ করে আয় করার সুযোগ আছে। এক্ষেত্রে আপনি আপনার নিজের জায়গা বা প্রসিদ্ধ জায়গা সম্বন্ধে যদি তথ্য সরবরাহ করতে পারেন সেখান থেকে মানুষের সার্চ এর পরিপ্রেক্ষিতে ভিউয়ার্স বাড়লে আপনি বিপুল পরিমাণে টাকা রোজগার করতে পারবেন।
Google এ সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হল
Google এ সফল হবে কাজ করার জন্য একসাথে অনেক কাজে যুক্ত না হয়ে যেকোনো একটি বিষয় সম্বন্ধে বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করে সেটিকে নিয়ে যদি এগুলো যায় তাহলে সেখানে আপনি দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন ফলে সেটিকেই আপনি কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারবেন।
নতুন নতুন বিষয়ে সম্বন্ধে জ্ঞান অর্জনের জন্য অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স (Online course) করার সুযোগ আছে, সেটিও করতে পারেন।
কাজের মান যদি আপনি সঠিকভাবে বজায় রাখেন এবং সময়ের মধ্যে কাজ সরবরাহ করতে পারেন এবং নিয়মিত আপনার কাজের নমুনা অনলাইনে আপলোড করতে পারেন তাহলে ক্লায়েন্টরা (Clients) আপনার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে বেশি করে অর্ডার দেবেন এবং আপনার আর্থিক উন্নতি ঘটবে। তার সঙ্গে নতুন নতুন কাজ করার অভিজ্ঞতা আপনার বাড়বে।
সবশেষে বলা যায়, Google ও অন্যান্য অনলাইন প্লাটফর্ম (Other online platform) নিয়মিত কাজ করলে প্রত্যেক মাসে ৫০০০০ টাকা বা তার বেশি আয় করা সম্ভব যদিও সে কি আপনার কাজের দক্ষতার ওপর নির্ভর করছে।
তবে সেটি একদিনে আসবে না আপনাকে কাজে লেগে থাকতে হবে এবং নিয়মিত কাজ করতে হবে দক্ষতার সঙ্গে। তাই সততার সাথে নিয়মিত কাজ করে গ্রাহক সন্তুষ্টি করাই একমাত্র পথ।