সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে Starlink! আগামী 2 মাসের মধ্যেই শুরু হচ্ছে এর পরিষেবা
ভারতের গ্রামে গঞ্জে এবার পৌঁছে যাবে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা। যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত মোবাইলের টাওয়ার পর্যন্ত বসেনি, সেই সমস্ত এলাকায় আগামী দুই মাসের মধ্যে চলে আসতে চলেছে ইন্টারনেটের কানেকশন...

ভারতের গ্রামে গঞ্জে এবার পৌঁছে যাবে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা। যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত মোবাইলের টাওয়ার পর্যন্ত বসেনি, সেই সমস্ত এলাকায় আগামী দুই মাসের মধ্যে চলে আসতে চলেছে ইন্টারনেটের কানেকশন। শুনে নিশ্চয়ই খুব অবাক লাগছে? টাওয়ার না থাকলে ইন্টারনেট পরিষেবা পাবেন কিভাবে? আসলে আগামী দু মাসের মধ্যেই ভারতবর্ষের মধ্যে শুরু হয়ে যাদের চলেছে আমেরিকান কোম্পানি স্পেস এক্স সংস্থার স্টারলিঙ্ক (Starlink) এর পরিষেবা।
গোটা বিশ্বের মধ্যে ধনী মানুষদের তালিকায় সর্বপ্রথমে রয়েছেন বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের এলন মাস্ক। তার কোম্পানি স্পেস এক্স (Space X) এর স্টারলিঙ্ক (Starlink) এবার অনুমোদন পেয়েছে ভারতের তাদের বিস্তার ঘটানোর জন্য। দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসানের পর আগামী দুই মাসের মধ্যেই শুরু হতে চলেছে এর পরিষেবা। সূচনার শুরুতেই সম্পূর্ণ এক মাসের জন্য ফ্রি হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দেবে এই কোম্পানি। বিস্তারিত জানুন আজকের প্রতিবেদন থেকে।

সূত্র মারফত জানা যাচ্ছে, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই ভারতে শুরু হতে চলেছে starlink এর পরিষেবা। এর ফলে কোনরকম টাওয়ার ছাড়াই সরাসরি স্যাটেলাইটের থেকে ইন্টারনেট প্রযুক্তি চলে আসবে ঘরে ঘরে। শুধু তাই নয়, অত্যন্ত হাই স্পিড ইন্টারনেট পেয়ে যাবেন সমস্ত এলাকার গ্রাহকেরা। এখনো পর্যন্ত এই পরিষেবা প্রদানের জন্য স্টারলিঙ্ক 6 হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এর পাশাপাশি সংস্থার লক্ষ্য রয়েছে ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ৪২ হাজারে নিয়ে যাওয়ার।
কীভাবে কাজ করবে স্টারলিঙ্ক?
পৃথিবীর লো অরবিট সেটেলাইট (Low Orbit Satellite) র মাধ্যমে স্টারলিংক পরিচালনা করা হয়। এক্ষেত্রে পৃথিবী থেকে মাত্র ১৬০ কিলোমিটার থেকে ২০০০ কিলোমিটার উচ্চতার মধ্যেই স্থাপন করা হবে এই স্টারলিঙ্ক এর স্যাটেলাইট। সেই স্যাটেলাইটের মাধ্যমেই সরবরাহ হবে ইন্টারনেট পরিষেবা। টাওয়ারের কানেকশন ছাড়াই প্রত্যন্ত পাহাড়ি এলাকা থেকে শুরু করে বিভিন্ন গ্রামে গঞ্জে পৌঁছে যাবে ইন্টারনেট ব্যবস্থা।
সাধারণ গ্রাহকেরা কিভাবে Starlink ব্যবহার করবেন?
সাধারণ মানুষদের জন্য স্টারলিঙ্ক (Starlink) এর এটি প্যাকেজ শুরু করা হতে চলেছে। জন্য ইতিমধ্যেই ভারত সরকারের অনুমোদন পেয়ে গিয়েছে সংস্থা। স্টারলিঙ্ক এর নেটওয়ার্ক পাওয়ার জন্য কোম্পানির তরফে প্রত্যেকটি গ্রাহককে একটি ডিভাইস দেওয়া হবে। এই ডিভাইসের সাহায্যে স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট পরিষেবা ক্যাচ করা হবে। এটি অনেকটা ভারতে প্রচলিত ডিস কানেকশনের মতো হতে চলেছে। এখানে স্টারলিঙ্ক এর ডিভাইসটিকে রাখতে হবে খোলা পরিষ্কার আকাশের নিচে। এর ফলে স্যাটেলাইট থেকে পরিষেবা গ্রহণের ক্ষেত্রে এই ডিভাইসটি কাজ করতে পারবে।
Starlink এর সম্ভাব্য খরচ
উচ্চ গতি সম্পন্ন স্টারলিঙ্ক ব্যবহারের জন্য প্রাথমিকভাবে 395 মার্কিন ডলার ভারতীয় দামে ৩৩ হাজার টাকা দিয়ে এটি স্ট্যান্ডার্ড কিট কিনতে হতে পারে। এই কিটের মধ্যে ডিশ অ্যান্টেনা, পাওয়ার অ্যাডাপ্টর, ওয়াইফাই রাউটার, মাউন্টিং স্ট্যান্ড এবং কেবল দেওয়া হবে। এরপর থেকে প্রতি মাসে ইন্টারনেটের গতি এবং ব্যবহারের উপর নির্ভর করে ৩০০০ টাকা থেকে ৪২০০ টাকার মধ্যে সাবস্ক্রিপশন নিতে হবে গ্রাহকদের।
Read More: