Trending News

একেবারে অল্প দামে TVS iQube E-Scooter এ পাবেন দুর্দান্ত মাইলেজ! একবার চার্জ দিলেই চলবে ২-৩ দিন

এবারে ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক স্কুটির দুনিয়ায় বিপ্লব আনতে চলেছে TVS iQube E-Scooter এর নতুন ভ্যারিয়েন্ট। এই স্কুটারের মধ্যে রয়েছে একাধিক নজর কাড়া ফিচার। এর পাশাপাশি একবার চার্জ করলেই এই স্কুটার ১২৩ কিলোমিটার পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে...

পরিবেশ সচেতনতার দিকে দৃষ্টিপাত করে কেন্দ্রীয় সরকারের তরফে ক্রমাগত ইলেকট্রিক মোটর এর প্রচার করা হচ্ছে। এর পাশাপাশি পেট্রোলের খরচ বাঁচানোর জন্য বিপুল পরিমাণ জনগণ ইলেকট্রিক ভেইকেল পছন্দ করছেন। তবে এবারে ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক স্কুটির দুনিয়ায় বিপ্লব আনতে চলেছে TVS iQube E-Scooter এর নতুন ভ্যারিয়েন্ট।

এই স্কুটারের মধ্যে রয়েছে একাধিক নজর কাড়া ফিচার। এর পাশাপাশি একবার চার্জ করলেই এই স্কুটার ১২৩ কিলোমিটার পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। সুতরাং ইলেকট্রিক স্কুটি কেনার ইচ্ছা থাকলে আপনারা TVS এর নতুন লঞ্চ হওয়া এই স্কুটার সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। আজকের প্রতিবেদনেই এই স্কুটার সম্পর্কিত সমস্ত তথ্য বিশদে আলোচনা করা হলো।

নতুন TVS iQube E-Scooter

এবারে টিভিএস এর তরফে লঞ্চ হওয়া নতুন TVS iQube E-Scooter এ 3.1 কিলোওয়াট আওয়ার ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। এর ফলে একবার চাপ দিলেই ১২৩ কিমি পর্যন্ত চলবে এই স্কুটারটি। অর্থাৎ আপনি কাছাকাছির মধ্যে অফিস যাওয়া থেকে শুরু করে একাধিক দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করতে পারবেন এই ইলেকট্রনিক্স স্কুটারটি। বর্তমানে ভারতবর্ষে প্রচলিত সব থেকে বেশি রেঞ্জ দেওয়া বিভিন্ন ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে অন্যতম হতে চলেছে এই স্কুটারটি। এর ব্যাটারি ব্যাকআপ অনুসারে, প্রতিদিন কাছাকাছি দূরত্বে যাতায়াত করলেও দুই তিন দিন পর্যন্ত চলবে এর ব্যাটারি।

সূত্রের তরফে জানা যাচ্ছে, এই ব্র্যান্ড নিউ iQube ইলেকট্রিক স্কুটারের নতুন ভ্যারিয়েন্ট এ রয়েছে Hill Hold Assist ফিচার। উঁচু কোন ঢালে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই গাড়ির পিছনের দিকে গড়িয়ে যাবে না। এর ফলে উঁচু ঢাল যুক্ত পার্কিং গ্যারেজ গুলিতে স্কুটার পার্ক করার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হবে না গ্রাহকেরা। এই স্কুটারে শুধু যে ব্যাটারি কিংবা Hill Hold Assist ফিচার থাকছে তাই নয়, পেছনে যাত্রীদের বসার জন্য ব্যাকরেস্ট প্রথম থেকেই যুক্ত থাকবে এই মডেলে। গ্রাহকেরা তাদের পছন্দমত মডেলটির কালার অপশন দেখে নিজের পছন্দের কালারটি বেছে নিতে পারেন।

পরিবেশবান্ধব iQube ইলেকট্রিক স্কুটার

TVS iQube E-Scooter গুলি ইতিমধ্যেই ভারতবর্ষের 6 লক্ষের বেশি মানুষ আর মধ্যে পৌঁছে গিয়েছে। এর জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি এই ব্র্যান্ডের নতুন মডেলটি আরো বেশি একে জনপ্রিয় করে তুলবে বলে মনে করছেন অনেকেই। এর পাশাপাশি ইলেকট্রনিক ভেইকেল হওয়ার কারণে, কোনরকম দূষণ ছাড়াই অনায়াসে প্রতিদিনের কাজের জন্য ব্যবহার করা যাবে এই স্মার্ট ই-স্কুটার।

Read More:

Miss Basu

সৃষ্টি বসু! WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button